Sunday, November 22, 2009

ভোগান্তি কমাতে চালু হবে ডিজিটাল সই !


ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ফরম জমা দেওয়া, টেন্ডারবাজি বা স্তূপাকৃতিতে জমা হওয়া ফাইল—কোনোটাই ডিজিটাল বাংলাদেশে কাম্য নয়। ইন্টারনেটের মাধ্যমে অফিস-আদালতের এসব কাজ সারা গেলে মানুষের এ ভোগান্তিগুলো এড়ানো যায় সহজেই। তবে এ ক্ষেত্রে প্রয়োজন এমন ব্যবস্থা, যাতে অনলাইনে তথ্য প্রদানকারীর বা আবেদনকারীর পরিচয় প্রমাণযোগ্য এবং নিশ্চিত হওয়া যাবে। আর ডিজিটাল সই ব্যবস্থায় এ কাজটি করা যাবে সহজেই।গত বৃহস্পতিবার এই ডিজিটাল সই-ব্যবস্থা নিয়েই বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) সম্মেলনকক্ষে এক সেমিনারের আয়োজন করা হয়। ‘তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (সংশোধন) আইন-২০০৯ এর আলোকে ডিজিটাল স্বাক্ষর প্রবর্তন’ শীর্ষক এ সেমিনারে বক্তৃতা করেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, সচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার, বিসিসির কার্যনির্বাহী পরিচালক মো. মাহ্ফুজুর রহমানসহ অনেকে।ইয়াফেস ওসমান বলেন, ডিজিটাল বাংলাদেশ মানে, মানুষের নষ্ট সময়গুলোকে কাজের সময়ে রূপান্তর করা। মানুষকে ভোগান্তি ও প্রতারণার হাত থেকে মুক্তি দিতেই ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। তিনি এ ব্যাপারে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। সেমিনারে বক্তারা বলেন, জীবনকে সহজ করতে ও কাজে স্বচ্ছতা আনতে ডিজিটাল বাংলাদেশের বিকল্প নেই। এ ক্ষেত্রে আমরা নিজেরাই ছোট ছোট কাজ ইন্টারনেটের মাধ্যমে করে তথ্যপ্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠতে পারি। তবে ডিজিটাল স্বাক্ষরতার মতো ব্যবস্থা চালু করার আগে এ ব্যাপারে মানুষের সচেতনতা বাড়াতে হবে।সেমিনারের মূল প্রবন্ধে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের পরামর্শক মুনির হাসান ডিজিটাল স্বাক্ষর-ব্যবস্থার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, সাধারণত অনলাইনে আর্থিক বা বিভিন্ন গোপনীয় লেনদেনের সঙ্গে ডিজিটাল স্বাক্ষর জুড়ে দেওয়া হয়। এ ব্যবস্থা চালু হলে আয়কর রিটার্ন দাখিল বা টেন্ডার জমা দেওয়ার মতো কাজগুলো ইন্টারনেটের মাধ্যমেই স্বচ্ছ প্রক্রিয়ায় করা যাবে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (সংশোধন) আইন-২০০৯-এ ডিজিটাল স্বাক্ষর-ব্যবস্থার কথা উল্লেখ রয়েছে।
আইনটি পড়া যাবে www.bdlows.com.bd ঠিকানার ওয়েবসাইটে। এ ছাড়া ডিজিটাল স্বাক্ষর-ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যবে বিসিসির www.bcc.net.bd ঠিকানার ওয়েবসাইটে।

0 comments: