Sunday, November 22, 2009

অনলাইনেই ইংরেজী শেখা আর ইংরেজীকে আরো নিখুত এবং ধারালো করার দারুন এক সুযোগ !

অনলাইনেই ইংরেজী শেখা আর আমাদের ইংরেজী জ্ঞানকে আরো নিখুত এবং ধারালো করার দারুন এক সুযোগ তৈরী করে দিল বিবিসি। তাদের নতুন সাইট বিবিসি জানালা দিচ্ছে চমৎকার এই সুযোগ।

  • এই সাইটে কথোপকথনের জন্য ইংরেজি নামে একটি বিভাগ যেখানে ইংরেজীতে কথা, গল্প-গুজব এর উপর বেশ কিছু টিউটোরিয়াল পাওয়া যাবে।
  • রয়েছে উচ্চারণ নামে একটি বিভাগ যেকান থেকে ইংরেজী উচ্চারনের উপর বিস্তর জ্ঞান লাভ করা যাবে।
  • আরো আছে শব্দজ্ঞান ও পাঠ নামে একটি বিভাগ যেখানে ইংরেজী Vocabulary সম্বন্ধে জানা যাবে।
  • তারপর কাজের জন্য ইংরেজী এবং এর ব্যাবহারিক প্রক্রিয়ার মাধ্যমে বোঝানোর জন্য রয়েছে রিংকুর ভুবন নামে একটা বিভাগ।
  • প্রতিটি বিভাগে রয়েছে আবার কিছু উপবিভাগ এছাড়াও কুইজ, কমিউনিটি এবং সদস্য হবার ব্যাবস্থা।

আমার কিন্তু সাইটটি চমৎকার লেগেছে তাই সবার শাথে শেয়ার করলাম আপনারাও দেখুন সাইটটি কেমন।

0 comments: