Tuesday, November 24, 2009

এক সফটওয়ারেই ২৬৫ টি অ্যাপ্লিকেশন ! সর্বকালের শ্রেষ্ঠ সফটওয়ারের একটি, ১০০% ফ্রি !

LiberKey তে রয়েছে অকল্পনীয় সুবিধাজনক এবং প্রচুর গবেষনার মাধ্যমে প্রাপ্ত ২৬৫টি চমৎকার সফটওয়ার। যা একবার ডাউনলোড করবেন তো সমগ্র সফটওয়ার রাজত্ব আপনার হাতে, কোন কাজের দরকার হলে এখানে হাতদিলেই দরকারী সফটওয়ার এসে হাজির হবে।
Liberkey এর সুবিধাজনক তিনটি ভার্সান রয়েছে। যাতে ব্যবহার করীরা নিজের সুবিধা মেত ডাউনলোড করতে পারেন:
১. LiberKey Basic (অতি প্রয়োজনীয় ২৬ অ্যাপ্লিকেশন নিয়ে গঠিত, ৫৬ মেগাবাইট)
২. LiberKey Standard (৯৪টি অ্যাপ্লিকেশন নিয়ে গঠিত, ১৪০ মেগাবাইট)
৩. LiberKey Ultimate (২৬৫টি অ্যাপ্লিকেশন নিয়ে গঠিত, ১৮৬ মেগাবাইট)
এ সফটওয়ার ডাউনলোড করতে ক্লিক করুন নিচের লিংকে:
http://www.liberkey.com/en/download.html

গুগলের চোখ ধাধানো সার্ভিস সমূহ !

বর্তমানে গুগল বিশ্বের দ্রুততম সার্চ ইন্জিন । গুগল যে সার্চ ইন্জিন নিয়েই বসে আছে তা নায় দিনে দিনে নতুন নতুন সেবার মাধ্যমে ইন্টারনেটের সকল ক্ষমতাই তারা তাদের মুঠোয় নিয়ে যাচ্ছে । এর ফলে ভুক্তভোগিরা যেমন ভাল সেবা পাচ্ছে তেমনি নেটের ক্ষমতা হয়ে যাচ্ছে একরুখো

  1. সার্চ ইন্জিনঃ গুগলের সবচেয়ে বেশী এবং প্রথম কার্যক্রম হল সার্চ ইন্জিন । যা বর্তমানে পৃথিবীর সবচেয়ে দ্রুততম এবং বহুল ব্যবহৃত সার্চ ইন্জিন । যা ১৯৯৬ সালের জানুয়ারী মাসে তাদের কার্যক্রম শুরু করে ।
  2. গুগুল ক্রোমঃ গুগল চায় সব জায়গাতেই তাদের আধিপত্য বিস্তার করতে তা ব্রাউজারের জন্য তারা গুগল ক্রোম বের করেছে যা অন্যন্য ব্রাউজারের তুলনায় অনেক ফাস্ট । কিন্তু এর চয়ে অপেরা এখন পর্যন্ত অনেক ভাল পজিশনে আছে ।
  3. গুগল ওয়েভঃ ইয়াহু , মাইক্রোসফট কে পিছেনে ফেলার কাজ তো শেষ এখন শুধু বাকি আছে ফেসবুক । তাও হয়ত গুগুল ওয়েভের কাছে হার মেনে যাবে। কেননা নতুন নতুন আকর্ষনীয় সার্ভিস থাকবে গুগল ওয়েভে ।
  4. গুগল আর্থঃ আমরা যারা বিশ্ব ভ্রমন করতে ভালবাসি কিন্তু টাকা নেই তাদের জন্যই মূলত এই সার্ভিস যার মাধ্যমে নেটে বসেই পৃথিবীর যেকোন প্রান্তের ছবি দেখা সম্ভব । এই সার্ভিস অকেক জনপ্রিয় হয়ে উঠছে দিনে দিনে । গুগল এমনকি পানির মধ্যকার ছবিও দেখতে দিচ্ছে গুগল আর্থ দ্বারা ।
  5. গুগল টকঃ ইয়াহুর জনপ্রিয়তা কমাতে গুগলকে এই সফটওয়ারটি তৈরি করতে হয়েছে যার মাধ্যমে এখন জিমেইলের আইডি দিয়ে আন্যের সাথে চ্যাট করা যাচ্ছে । যার ভয়েস চ্যাটের ভয়েস খুব স্পষ্ট । হয়ত ভবিষ্যতে এর আরও নতুন ফিচার দেয়া হবে ।
  6. গুগল ইবুকঃ গুগল তাদের ব্যবহার কারীদের জন্য বই কালেকশন করছে যার মাধ্যমে নেটে বসেই বই পড়া যাবে । আর এতে প্রায় ২৪ টি ক্যাটাগরির বই পাওয়া যায় । নতুন পুরাতন সকল বই একসময় পাওয়া যাবে এই গুগল ইবুকে ।
  7. ব্লগস্পটঃ আমরা যারা ফ্রি ওয়েব বা ব্লগসাইট বানাতে চাই তাদের জন্যই গুগলের এই উদার সেবা । এর ফলে খুব সহজেই একজন ইন্টারনেট ব্যবহারকারী একটি ব্লগসাইট বানাতে পারে । আর এটা ব্যবহার করা খুব সহজ ।
  8. জিমেইল নোটিফাইঃ জিমেইলের একটি অনন্য সার্ভিস হল মেইল নোটফাই । আমরা অনেকেই মেইল চেক করতে চাই না বা অনেকদিন পরেপরে মেইল চেক করি । হয়ত বা অনেকে মেইলের জন্য অপেক্ষা করতে থাকে তাদের জন্য মূলত এই সার্ভিস । যাতে মেইল আসার সাথে সাথেই গুগল আপনাকে জানিয়ে দিবে যে কে মেইল পাঠিয়েছে এবং এর সাবজেক্ট কি ।
  9. গুগল এডসেন্সঃ গুগলের প্রবৃদ্ধি যাতে আরও বেশি বৃদ্ধি পায় এজন্য তারা তাদের শেয়ার থেকে কিছু অর্থ যারা সাইটে গুগলের দেয়া এড বসাবে তারাএ এই টাকার কিছু অংশ পাবে ।
  10. গুগল ট্রান্সলেটঃ গুগলের একট অসাধারন সার্ভিস হল গুগল ট্রানসলেট এর ফলে খুব সহজেই বিশ্বের প্রায় ৫০ টি ভাষায় ট্রান্সলেটশন সম্ভব । ভবিষ্যতে ভাষার সংখ্যা আরও বাড়ানো হতে পারে ।

সময় সল্পতার কারনে এখানেই সমাপ্তি টানতে হল ।

আসুন দেখে নেই কয়েকটি হাতের কারুকাজ !
















হাত দিয়ে কবি কবিতা লিখে, শিল্পী ছবি আকেন, রসুরা খুন করে আবার যাদুকর যাদু দেখান , আর সেই হাতে মাধ্যমে , রঙ দিয়ে বিভিন্ন প্র্রানীর প্রতিকৃতীর কিছু ছবি আজ আপনাদের কাছে উপস্হাপন করবো । আশা করি সকলের কাছে ভালো লাগবে ।
সকল ছবি ইন্টারনেটে বিভিন্ন সাইট থেকে সংগ্রহ করা হয়েছে ।









আপনার সাধের পেনড্রাইভে ব্যাকগ্রাউন্ড ইমেজ যোগ করুন !

সম্প্রতি আমি আমার এক বন্ধুর ইউএসবি ড্রাইভ এনেছিলাম যেটা কিনা সে কিছুদিন আগে কিনেছিল। আমি লক্ষ্য করি যে যখনই আমি তার পেনড্রাইভে প্রবেশ করি তখনই আমি একটি ব্যাকগ্রাইন্ড পিকচার দেখতে পাই। এটা আমাকে খুবই অবাক করে যে এটা কি পারা সম্ভব? হ্যাঁ এটা সম্ভব।
প্রথমে আপনি নোটপ্যাড খুলুন এবং নিচের কোডগুলো পেস্ট করুন।
[ExtShellFolderViews]{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}={BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]Attributes=1IconArea_Image= background image

উপরের কোডে আপনি background image কে আপনি যে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করতে চান তার নাম দ্বারা রিপ্লেস করুন। উদাহরণসরূপ: flowered.jpg
এখন আপনি আপনার ফাইলটিকে desktop.ini নামে সেভ করুন। এবার আপনি desktop.ini ফাইলটি এবং আপনার নিধারিত ইমেজটি ইউএসবি ড্রাইভে সেন্ড করুন। আপনি এই ফাইল দুটিকে হাইড করেও রাখতে পারেন যাতে দুঘটনাবশত ফাইল দুটি ডিলেট না হয়।
এরপর আপনার ইউএসবি ড্রাইভটিকে রিফ্রেশ করুন অথবা পুনরায় লাগান। দেখবেন আপনার ইউএসবি ড্রাইভে আপনার পছন্দের ইমেজ ব্যাকগ্রাউন্ড আকারে হাজির হয়েছে।

Farzana Islam: এর চেয়ে সুন্দর আর কি হতে পারে...

Farzana Islam: এর চেয়ে সুন্দর আর কি হতে পারে...

Monday, November 23, 2009

Farzana Islam: NOKIA সব গোপনীয় কোড !!

Farzana Islam: NOKIA সব গোপনীয় কোড !!

Farzana Islam: ঈদ মোবারাক, ঈদের অগ্রিম শুভেচ্ছা।

Farzana Islam: ঈদ মোবারাক, ঈদের অগ্রিম শুভেচ্ছা।

Farzana Islam: Farzana Islam: এখন থেকে মোবাইল ফোনে কাটা যাবে নভোথিয়েটারের প্রদর্শনীর টিকিট !

Farzana Islam: Farzana Islam: এখন থেকে মোবাইল ফোনে কাটা যাবে নভোথিয়েটারের প্রদর্শনীর টিকিট !

Farzana Islam: পাসওয়ার্ড ছাড়াই আনলক করুন আপনার নকিয়া !

Farzana Islam: পাসওয়ার্ড ছাড়াই আনলক করুন আপনার নকিয়া !

Farzana Islam: এখন থেকে মোবাইল ফোনে কাটা যাবে নভোথিয়েটারের প্রদর্শনীর টিকিট !

Farzana Islam: এখন থেকে মোবাইল ফোনে কাটা যাবে নভোথিয়েটারের প্রদর্শনীর টিকিট !

Farzana Islam: এখন থেকে মোবাইল ফোনে কাটা যাবে নভোথিয়েটারের প্রদর্শনীর টিকিট !

Farzana Islam: এখন থেকে মোবাইল ফোনে কাটা যাবে নভোথিয়েটারের প্রদর্শনীর টিকিট !

Farzana Islam: ফ্রি ডাউনলোড করুন অসাধারণ সুন্দর clock screensaver !

Farzana Islam: ফ্রি ডাউনলোড করুন অসাধারণ সুন্দর clock screensaver !

Farzana Islam: পাসওয়ার্ড ছাড়াই আনলক করুন আপনার নকিয়া !

Farzana Islam: পাসওয়ার্ড ছাড়াই আনলক করুন আপনার নকিয়া !

Farzana Islam: পাসওয়ার্ড ছাড়াই আনলক করুন আপনার নকিয়া !

Farzana Islam: পাসওয়ার্ড ছাড়াই আনলক করুন আপনার নকিয়া !

Farzana Islam: গাছের পাতা দিয়ে করুন আপনার প্রিয় মোবাইল চার্জ!!!

Farzana Islam: গাছের পাতা দিয়ে করুন আপনার প্রিয় মোবাইল চার্জ!!!

Farzana Islam: ঈদ মোবারাক, ঈদের অগ্রিম শুভেচ্ছা।

Farzana Islam: ঈদ মোবারাক, ঈদের অগ্রিম শুভেচ্ছা।

পাসওয়ার্ড ছাড়াই আনলক করুন আপনার নকিয়া !

আপনার বন্ধু বা আপনার কাছের মানুষের মোবাইল যদি পাসওর্য়াড দিয়ে লক করা থাকে তবে আপনি এখন তা একটি টিপস শিখে আনলক করতে পারবেন এবং পারবেন আপনার বন্ধুর সাথে মজা করতে। নিচে আমি আপনাদের জন্য বিস্থারিত ভাবে লিখে দিয়েছি।
পাসওয়ার্ড না দিয়ে সাধারণ ভাবে কোন সেট লক করে রাখলে সেটা আনলক করার জন্য Menu + (*) বাটন প্রেস করতে হয়। কিন্তু পাসওয়ার্ড দেওয়া থাকলে মেনু প্রেস করে পাসওয়ার্ড টাইপ করে পুনরায় মেনু প্রেস করতে হয়। এখন আপনি যদি পাসওয়ার্ড না জেনেই পাসওয়ার্ড দিয়ে লক করা 1110 সেট আনলক করতে চান, তাহলে প্রথমে Menu প্রেস করুন। এখন সিকিউরিটি কোড তথা পাসওয়ার্ড লেখার প্রম্পট আসবে। এখানে Back (Go to) চাপুন। এখন আবার Unlock (Menu) চাপুন এবং না ছেড়ে দুই সেকেন্ড পর্যন্ত একটানা চেপে ধরে রাখুন। দুই সেকেন্ড পর দেখবেন Now Press * কমান্ডটা এক ঝলক দেখা দিয়েই মিলিয়ে যাবে। কমান্ডটা দেখার সাথে সাথেই আপনাকে Unlock (*) বাটন প্রেস করতে হবে। তাহলেই দেখবেন আনলক হয়ে গেছে।
কেমন লাগল বন্ধুরা?

গাছের পাতা দিয়ে করুন আপনার প্রিয় মোবাইল চার্জ!!!

কি সবাই কি অবাক হয়েছেন? অবাক হবারই কথা। বাংলাদেশে এমনিতেই যে লোড শেডিং আবার গাছের পাতা দিয়ে মোবাইল চার্জ? হ্যা এটা সত্যি কথা এটা। আমি নিজে নকিয়া ১১০০, ১১১০, ১১১২, ১৬০০ এই জাতীয় সেট গুলেঅতে পরীক্ষা করে দেখেছি। এখন আপনাদের কিভাবে কাজটা করতে হবে তা বিস্তারিত লিখছি।
কাজের নামঃ কাছের পাতার মাধ্যমে মোবাইল চার্জ।
প্রয়োজনীয় উপাদানঃ
১। একটি মোবাইল (অবশ্যই ভাল হতে হবে)
২। একটি ব্যাটারী
৩। গাছের পাতা

কার্যপ্রনালীঃ প্রথমে মোবাইল সেটটি বন্ধ করে ব্যাটারীটি খুলে নিতে হবে। এরপর ব্যাটারী এবং সেটের কানেক্টিং পয়েন্টের তিনটি পিনের মাঝখানের পিনটির সাথে পাতার শিরাটির সংযোগ ঘটিয়ে ব্যাটারীটি লাগিয়ে নিতে হবে। শিরাটি লাগানো অবস্থায় মেবাইল অন করতে হবে। সাথে সাথেই মোবাইল অন করলে ব্যাটারী পরিপূর্ণ রিচার্জ হয়ে যায়। উল্লেখ্য ব্যাটারী পূর্ণ রিচার্জ হতে সময় লাগে মাত্র ২/৩ সেকেন্ড।

সাবধানতাঃ মোবাইল অন হওয়ার সাথে সাথেই পাতার শিরাটি উঠিয়ে ফেলুন।

ঈদ মোবারাক, ঈদের অগ্রিম শুভেচ্ছা।

সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা !

Sunday, November 22, 2009

NOKIA সব গোপনীয় কোড !!

আমরা প্রায় সবাই নকিয়ার সেট ব্যবহার করে থাকি। এমন কেউ প্রায় নেই বললেই চলে যে কোনদিন নকিয়ার নাম শুনেনি বা নকিয়ার সেট ব্যবহার করি। আমি নিজেও নকিয়ার সেট ব্যবহার করি। অনেকটা নিজের প্রয়োজনেই নকিয়ার কতগুলো গোপনীয় কোড সংগ্রহ করেছি যা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। নকিয়ার গোপনীয় কোডগুলো নিম্নে দেওয়া হল:

  • *#06# for checking the IMEI (International Mobile Equipment Identity).
  • *#7780# reset to factory settings.
  • *#67705646# This will clear the LCD display (operator logo).
  • *#2820# Bluetooth device address.
  • *#746025625# Sim clock allowed status.
  • *#62209526# – Display the MAC address of the WLAN adapter. This is available only in the newer devices that support WLAN
  • #pw+1234567890+1# Shows if sim have restrictions.
  • *#92702689# - takes you to a secret menu where you may find some of the information below:

1. Displays Serial Number.

2. Displays the Month and Year of Manufacture

3. Displays (if there) the date where the phone was purchased (MMYY)

4. Displays the date of the last repair – if found (0000)

5. Shows life timer of phone (time passes since last start)

  • *#3370# – Enhanced Full Rate Codec (EFR) activation. Increase signal strength, better signal reception. It also help if u want to use GPRS and the service is not responding or too slow. Phone battery will drain faster though.
  • *#3370* – (EFR) deactivation. Phone will automatically restart. Increase battery life by 30% because phone receives less signal from network.
  • *#4720# - Half Rate Codec activation.
  • *#4720* - Half Rate Codec deactivation. The phone will automatically restart
  • *#7328748263373738# resets security code.Default security code is 12345

ফ্রি ডাউনলোড করুন অসাধারণ সুন্দর clock screensaver !

আমি আমার ডেস্কটপে সুন্দর সুন্দর স্ক্রীনসেভার রাখতে পছন্দ করি। কারণ স্ক্রীনসেভার এমন একটা জিনিস যা কিনা আপনার ডেস্কটপকে নতুন মাত্রা দান করে। বর্তমানে আমার একটি পছন্দের স্ক্রীনসেভার হল clock screensaver। আমি কিছুদিন আগে নেটে ঘাটাঘাটি করতে গিয়ে এগুলো পাই। ভাবলাম এই অসাধারণ স্ক্রীনসেভাগুলো আপনাদের সাথে শেয়ার করি। আশাকরি স্ক্রীনসেভারগুলো আপনাদের ভাল লাগবে।
ডাউনলোড

PDF Search Engine-PDF বই খোঁজার অসাধারণ সার্চ ইজ্ঞিন !

আমরা আমাদের অনেক প্রয়োজনীয় পিডিএফ বই নেটে ঘাটাঘাটি করেও পাই না। আবার পেলেও তা খুঁজতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়। কিন্তু এমন যদি হত আমরা আমাদের প্রয়োজনীয় পিডিএফ বই মূহুর্তের মধ্যেই খুঁজে পাই। কি বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ বিশ্বাস না হওয়ারই কথা। আমারও প্রথমে বিশ্বাস হয়নি। কিন্তু পরে যখন ট্রাই করে দেখলাম এটা সত্যিই আমাকে অভিভূত করল। আর হ্যাঁ এটা আর কিছুই নয়।
এটা হল PDF Search Engine.
এটা ব্যবহার করা খুবই সহজ। শুধু সার্চ ইজ্ঞিনটিতে আপনার কাঙ্খিত বই এর নামটি লেখবেন এবং এন্টার চাপ দিবেন। আর মূহুর্তের মধ্যেই এটা আপনার সামনে বইএর লিস্ট হাজির করবে। তো বসে আছেন কেন? এখনই ট্রাই করুন।

ভোগান্তি কমাতে চালু হবে ডিজিটাল সই !


ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ফরম জমা দেওয়া, টেন্ডারবাজি বা স্তূপাকৃতিতে জমা হওয়া ফাইল—কোনোটাই ডিজিটাল বাংলাদেশে কাম্য নয়। ইন্টারনেটের মাধ্যমে অফিস-আদালতের এসব কাজ সারা গেলে মানুষের এ ভোগান্তিগুলো এড়ানো যায় সহজেই। তবে এ ক্ষেত্রে প্রয়োজন এমন ব্যবস্থা, যাতে অনলাইনে তথ্য প্রদানকারীর বা আবেদনকারীর পরিচয় প্রমাণযোগ্য এবং নিশ্চিত হওয়া যাবে। আর ডিজিটাল সই ব্যবস্থায় এ কাজটি করা যাবে সহজেই।গত বৃহস্পতিবার এই ডিজিটাল সই-ব্যবস্থা নিয়েই বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) সম্মেলনকক্ষে এক সেমিনারের আয়োজন করা হয়। ‘তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (সংশোধন) আইন-২০০৯ এর আলোকে ডিজিটাল স্বাক্ষর প্রবর্তন’ শীর্ষক এ সেমিনারে বক্তৃতা করেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, সচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার, বিসিসির কার্যনির্বাহী পরিচালক মো. মাহ্ফুজুর রহমানসহ অনেকে।ইয়াফেস ওসমান বলেন, ডিজিটাল বাংলাদেশ মানে, মানুষের নষ্ট সময়গুলোকে কাজের সময়ে রূপান্তর করা। মানুষকে ভোগান্তি ও প্রতারণার হাত থেকে মুক্তি দিতেই ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। তিনি এ ব্যাপারে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। সেমিনারে বক্তারা বলেন, জীবনকে সহজ করতে ও কাজে স্বচ্ছতা আনতে ডিজিটাল বাংলাদেশের বিকল্প নেই। এ ক্ষেত্রে আমরা নিজেরাই ছোট ছোট কাজ ইন্টারনেটের মাধ্যমে করে তথ্যপ্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠতে পারি। তবে ডিজিটাল স্বাক্ষরতার মতো ব্যবস্থা চালু করার আগে এ ব্যাপারে মানুষের সচেতনতা বাড়াতে হবে।সেমিনারের মূল প্রবন্ধে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের পরামর্শক মুনির হাসান ডিজিটাল স্বাক্ষর-ব্যবস্থার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, সাধারণত অনলাইনে আর্থিক বা বিভিন্ন গোপনীয় লেনদেনের সঙ্গে ডিজিটাল স্বাক্ষর জুড়ে দেওয়া হয়। এ ব্যবস্থা চালু হলে আয়কর রিটার্ন দাখিল বা টেন্ডার জমা দেওয়ার মতো কাজগুলো ইন্টারনেটের মাধ্যমেই স্বচ্ছ প্রক্রিয়ায় করা যাবে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (সংশোধন) আইন-২০০৯-এ ডিজিটাল স্বাক্ষর-ব্যবস্থার কথা উল্লেখ রয়েছে।
আইনটি পড়া যাবে www.bdlows.com.bd ঠিকানার ওয়েবসাইটে। এ ছাড়া ডিজিটাল স্বাক্ষর-ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যবে বিসিসির www.bcc.net.bd ঠিকানার ওয়েবসাইটে।

ডিভি লটারির উপর বাংলা ইন্সট্রাকশান !

ডিভি লটারির উপর বাংলা ইন্সট্রাকশান নিয়ে ২২ পেজের ভাল একটা পিডিএফ পেলাম। অনেকেরই দেখি ডিভি নিয়ে অনেক আগ্রহ,ডাউনলোড করে দেখেন ।কাজে লাগবে আশা করি।
ডাউনলোড লিঙ্ক

চালু করুন আপনার Gmail Auto response খুব সহজেই !

জি-মেইলেও Auto response অপশন চালু করা যায়। ঘাটাঘাটি করতে করতে শেষ পর্যন্ত পেয়েও গেলাম। এটা করার জন্য আপনাকে কোন সফটওয়্যার ব্যবহার করতে হবে না।
প্রথমে আপনার Gmail একাউন্টে লগইন করুন,তারপর Settings অপশন এ যান।তারপর Vacation responder এ যেয়ে Vacation responder on অপশনে ক্লীক করুন।টেক্সট বক্সে অটো রিপ্লাই মেসেজ হিসেবে যা লিখতে চান তা লিখুন।তারপর Save Changes এ ক্লীক করুন।এরপর থেকে যারাই আপনাকে মেসেজ পাঠাবে তারাই আপনার অটো মেসেজটি সঙ্গে সঙ্গে পেয়ে যাবে।

এখন থেকে মোবাইল ফোনে কাটা যাবে নভোথিয়েটারের প্রদর্শনীর টিকিট !

এখন থেকে মোবাইল ফোনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের প্রদর্শনীর টিকিট কাটা যাবে। আগ্রহী দর্শনার্থীরা টেলিটক নম্বরের মাধ্যমে টিকিট কিনতে পারবে। থিয়েটার কর্তৃপক্ষ ও টেলিটকের মধ্যে এ ব্যাপারে একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুসারে টেলিটক কর্তৃপক্ষ প্রয়োজনীয় সফটওয়্যার ও প্রযুক্তিগত ব্যবস্থা তৈরি করে তা নভোথিয়েটারে বসাবে।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার মাধ্যমে সাধারণ মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে। ভবিষ্যতে আরও সেবা এই কার্যক্রমের আওতায় আনা হবে।

অনলাইনেই ইংরেজী শেখা আর ইংরেজীকে আরো নিখুত এবং ধারালো করার দারুন এক সুযোগ !

অনলাইনেই ইংরেজী শেখা আর আমাদের ইংরেজী জ্ঞানকে আরো নিখুত এবং ধারালো করার দারুন এক সুযোগ তৈরী করে দিল বিবিসি। তাদের নতুন সাইট বিবিসি জানালা দিচ্ছে চমৎকার এই সুযোগ।

  • এই সাইটে কথোপকথনের জন্য ইংরেজি নামে একটি বিভাগ যেখানে ইংরেজীতে কথা, গল্প-গুজব এর উপর বেশ কিছু টিউটোরিয়াল পাওয়া যাবে।
  • রয়েছে উচ্চারণ নামে একটি বিভাগ যেকান থেকে ইংরেজী উচ্চারনের উপর বিস্তর জ্ঞান লাভ করা যাবে।
  • আরো আছে শব্দজ্ঞান ও পাঠ নামে একটি বিভাগ যেখানে ইংরেজী Vocabulary সম্বন্ধে জানা যাবে।
  • তারপর কাজের জন্য ইংরেজী এবং এর ব্যাবহারিক প্রক্রিয়ার মাধ্যমে বোঝানোর জন্য রয়েছে রিংকুর ভুবন নামে একটা বিভাগ।
  • প্রতিটি বিভাগে রয়েছে আবার কিছু উপবিভাগ এছাড়াও কুইজ, কমিউনিটি এবং সদস্য হবার ব্যাবস্থা।

আমার কিন্তু সাইটটি চমৎকার লেগেছে তাই সবার শাথে শেয়ার করলাম আপনারাও দেখুন সাইটটি কেমন।

এবার এলো বাংলা রেডিও প্লেয়ার ১.৫ !

এখন মোট শ্টেশন সংখ্যা ৩৩ টি। মোটামুটি সবগুলাই লাইভ সম্প্রচারিত হচ্ছে। রেডিও টেকভিশন রেকর্ড করা অনুষ্ঠান প্রচারিত করছে।
এখান থেকে ডাউনলোড করুন

Saturday, November 21, 2009

এর চেয়ে সুন্দর আর কি হতে পারে...

পবিএ কুরআন শরীফ !
Website : http://www.quranflash.com/en/quranflash.html

সেফ- সার্ফিংয়ের ১০ টি টিপস !

আপনার শিশু – কিশোরক- সন্তানদের জন্য সেফ- সার্ফিংয়ের ১০ টি টিপস
১. কখনো ব্যাক্তিগত তথ্যাদি দেয়া যাবেনা ।
২.অলৈঙ্গিক (জেন্ডার নন-স্পেসিফিক ) নাম ব্যবহার করাই উত্তম ।
৩. আজকে তারা ইন্টারনেটেকী করেছে সেসব নিয়ে আলোচনা করবেন । ওদের কে বুঝিয়ে দিন যে অনলাইনে তারা যা করে তা মোটেও ব্যাক্তিগত নয় বরং বাস্তব জগতের মতই সর্বজনীন ।
৪. অন্তত প্রথমবারের মত চ্যাটরুমে যাবার সময়ে আপনার সন্তানের পাশে থাকুন।
৫. নিউজগ্রুপ বা চ্যাটরুমে যে কোন আপত্তিকর বা ক্ষতিকর বিষয় লক্ষ্যে করার সাথে সাথে সংশি-ষ্ট সংস্থাকে অবহিত করুন।
৬. কম্পিউটারটিকে পারিবারিক বা সবার ঘর বা ফ্যামিলি লাউঞ্জে স্থাপন করুন ।
৭. আপনার সন্তানের ই-মেইল এবং ব্রাউজারের হিস্ট্রি পরখ করুন।
৮. ফিল্টারিং সফটওয়্যার ব্যবহার করুন। তবে মনে রাখবেন সম্পূর্ণ সুরক্ষা নিশ্চিত করেবেনা ।
৯. আপনার স্তনকে সহায়তা প্রদান করুন এবং সার্ফিয়ে সম্ভব্য বিপদ সম্পর্কে অবহিত করুন।
১০. আপনার শিশু সন্তানকে কখনই এক একা অনলাইনে পরিচিত ব্যাক্তির সাথে দেখা করতে দেবেন না ।

ডাউনলোড করুন দ্রুত এই সাইট হতে !

আমি আজ যে সাইটের কথা আপনাদের বলব তা হতে ফ্রি ডাউনলোড করতে পারবেন বিভিন্ন ধরনের আকর্ষনীয় এবং সুন্দর সুন্দর গেমস। অ্যাকশন, রেসিং, পাজল,দাবা ,স্পোর্টস, আর্কেড সহ বিভিন্ন ধরনের সুন্দর এবং বড়,ছোট অনেক গেমস আছে এই সাইটে। ডাউনলোড করতে পারবেন যত খুশী তত।গেমগুলো সহজ বিধায় খেলে মজা পাবেন। সব বয়সী লোকের গেমস আছে এই সাইটে। সাইটটি দেখতে সুন্দর। এই সাইট হতে ফ্রি টুলবার ডাউনলোড করতে পারবেন। তাই আজই গেমস ডাউনলোড করুন এই সাইট হতে এবং অন্যদের বলুন ডাউনলোড করতে।
সাইটটি হলো-
www.myplaycity.com

সি ক্লিনার দিয়ে আপনার কম্পিউটারটি পরিষ্কার রাখুন !

আমরা যখন কম্পিউটার বা নেট ব্যবহার করি তখন কাজের প্রয়োজনেই নানান অস্থায়ী ফাইল তৈরী হয়। যেমন , হিস্টোরি, টেম্পোয়ারী ফাইল , ইউ আর এল, উইন্ডোজের রিসেন্ট ডকুমেন্ট, রিসাইকেল বিন, লোগো ফাইল সহ ইত্যাদি ফাইল। এগুলো কাজ শেষে কোন প্রয়োজন থাকে না। এ ফাইল গুলো আপনার অনেক জায়গা দখল করে ও আপনার কম্পিউটার এর গতি কমিয়ে দেয় । আপনি সি ক্লিনার ( মাএ ২.৮ মেগাবাইট) দিয়ে এ অস্থায়ী ফাইল গুলো মুছে ফেলতে পারবেন। এটি দিয়ে আপনি শুধু অস্থায়ী ফাইল না আপনি এটি দিয়ে মজিলা ফায়ারফক্স ৩য় পক্ষের এ্যাপ্লিকেশন, টুলবার, সিস্টেম, ইন্টারনেট এক্সপ্লোরার, মাল্টিমিডিয়া ইত্যাদি পরিষ্কার করতে পারবেন। এটি মাধ্যেমে আপনি রেজিস্ট্রি স্কান ও সফটওয়্যার আনইনস্টল বা স্টার্টআপ নিয়ন্তন করতে পারবেন। সি ক্লিনার এর ২.০৯ সস্কারন টি এখনি বিনামূল্যে ডাউনলোড করুন।

বাংলা ভাষায় মাইক্রোসফট অফিস।

আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সারা বিশ্বের সাধারণ মানুষের কাছে প্রযুক্তির সুবিধা পৌঁছে দিতে এ ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে মাইক্রোসফট বাংলাদেশ সূত্রে জানা গেছে।
এখান থেকে অফিস ২০০৭ বাংলা ইন্টারফেস প্যাক বিনামূল্যে নামিয়ে (ডাউনলোড) নেওয়া যাবে। এটি ইংরেজি সংস্করণের ওপর আলাদাভাবে ইনস্টল করে ব্যবহার করা যাবে।

Eject and Close Software !

এক খান জটিল জিনিস !
Download Here

মাত্র ২০ কেবির অসাধারন Fm Radio Player !

আমার তো প্রথমে হাসি পাচ্ছিল যে মাত্র ২০ কেবির FM প্লেয়ার আর কতটুকু ভাল হবে । তারপরও পরীক্ষা করার জন্য পর ডাউনলোড করলাম দেখি অসাধারন একটি এফ এম প্লেয়ার যা খুব কম স্পিডেও খুব ভালভাবে চলে । আর সাইজ তো দেখলেন মাত্র ২০ কেবি যা সত্যিই অবিশ্বাস্য । এই এফ এম প্লেয়ারটা উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেমেও সাপোর্ট করে ।দেখুন এখান থেকে ডাউনলোড করে আশা করি আপনারাও অবাক হবেন।
ডাউনলোড করতে

Thursday, November 19, 2009

সম্প্রতি একটা ইসলামীক সাইট প্রকাশ হয়েছে !

সম্প্রতি একটা ইসলামীক সাইট প্রকাশ হয়েছে, এই সাইটটিতে থাকছে কুরআন হাদীসের বিভীন্ন বই, সফ্‌ট । বিখ্যাত ইসলামীক গান এর শিল্পী ইউসুফ সামী, আহেমদ বুখাতীর এর গান সহ আছে বাংলা নাথ। ইসলামীক আরো অনেক কিছু। ভিজিট করতে ক্লিক করুনঃ
http://islamiczone.yolasite.com

মাইক্রোসফট ওয়ারর্ডের সকল সর্টকাট !

আমরা কমবেশি প্রায়ই মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে থাকি। অফিসের কাজে এমনকি আমাদের দৈনন্দিন কাজেও এটি কাজে লাগে। সর্টকাট key এর মাধ্যমে কাজ করলে কাজের গতি যেমন বৃদ্ধি হয় তেমনি কাজ করা হয় আনন্দদায়ক। আমার নিউনটি সর্টকাট key নিয়েই। আপনি সহজেই Microsoft Word এর সব সর্টকাট বের করতে পারেন খুব সহজেই।

প্রথমে Microsoft Word এ প্রবেশ করুন।
এরপর Tools Menu তে ক্লিক করুন।
এবার Macro তে ক্লিক করুন।
এখন Macros এ ক্লিক করুন (Alt+F8)
Macro in Box এ Word Document সিলেক্ট করে দিন।
Macro Name এ লিখুন ListCommends লিখে Run এ ক্লিক করুন।
এখান থেকে Current Menu and keyboard settings অথবা All Word Commends ক্লিক করে ok করলেই Microsoft Word এর সকল Shortcut Key এর List পেয়ে যাবেন। এখন প্রয়োজনমত আপনার দরকারীগুলো আপনার মত করে Edit করে শিখুন Shortcut key গুলো এবং আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি এই Shortcut গুলো ব্যবহার করতে পারলে আপনার কাজের গতি বেড়ে যাবে অনেক বেশি।

বিশ্বের সকল বাংলা ভাষীর জন্য বাংলা ভাষায় সর্ববৃহৎ কৃষি তথ্য ভান্ডার।

বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। অথচ আমরা দিন দিন কৃষি থেকে দুরে সরে যাচ্ছি, শিল্প নির্ভর সংস্কৃতির সাথে তাল মিলানোর আপ্রান চেষ্টা আমাদের। কিন্তু প্রতি বছরই খাদ্য ঘাটতি আমাদের কে মনে করিয়ে দেয় কৃষির প্রয়োজনীয়তার কথা। তাই কৃষি কে আর কৃষকের মধ্যে সীমাবদ্ব রাখার কোন অবকাশ নেই। আজ কৃষি একটা শিল্প আর এ শিল্পে অংশগ্রহন করার সুয়োগ রয়েছে দেশের প্রতিটি মানুষের। তাই আসুন আমরা প্রত্যেকে কৃষিতে কিছু না কিছু অবদান রাখি। বাড়ির ছাদ , ঘরের বারান্দা, সামনের উঠোন অথবা কোন ফসলি জমি যে খানেই সম্ভব গড়ে তুলি ছোট্ট একটি কৃষি খামার আর অবদান রাখি সামান্যতম হলে ও দেশের খাদ্য ঘাটতি মোচনে। ভাবছেন করবেন কিন্তু কি ভাবে ? প্রয়োজনীয় তথ্য যে আপনার হাতে নেই। এ কথা সত্য অনেকের মধ্যে অপরিসীম আগ্রহ থাকা সত্বেও শুধুমাত্র প্রয়োজনীয় তথ্যের অভাবে নিজের পরিকল্পনা থেকে পিছিয়ে আসেন। বঞ্চিত হন সবুজ-শ্যামলের হাতছানি থেকে। তাই আপনাকে একধাপ এগিয়ে দিতে প্রয়োজনীয় সকল তথ্য নিয়ে আপনার পাশে আছি আমরা
http://www.agrobangla.com

মাইক্রোসফট অফিসের জন্য কিছু প্রয়োজনীয় সর্টকাট

মাইক্রোসফট অফিসে কাজ করার সময় মাঝে মাঝে এমন সব সর্টকাট দরকার পড়ে যেগুলা কী-বোর্ড এ তো নেই ই, বিল্ট ইন সিম্বল কালেকশনে ও পাওয়া মুশকিল। আপনাদের জন্য নিচে কয়েকটা দিয়ে দিলাম।
• alt 0174 = ® (Registered)
• alt 0169 = © (Copyright)
• alt 0153 = ™ (Trade Mark)
• alt 227 = π (Pie)
• alt 251 = √ (Root Over)
• alt 0178 = ² (Square)
• alt0179 = ³ ( Cube)
• alt224 = α ( Alpha)
• alt 223 = ß (Bita)
• alt 228 =Σ (Summation)
• alt 0248= ø (Phi)
• alt 0177 = ± (Plus Minus)
• alt 0188 =¼( One-Fourth)
• alt 0189 =½ (Half)
• alt 0190=¾ (Three-fourth)
• alt 0215 =× (Multiple)
• alt 0247 = ÷ ( Divide)
এরকম আরো প্রয়োজনীয় টিপস পেতে নিচের লিংকে ক্লিক করতে পারেন।
সবাইকে ধন্যবাদ।

বয়স নির্ণায়ক – Age Calculator !

সবার জন্য আন্তরিক শুভেচ্ছা রইল। বলা বাহুল্য, বয়স নির্ণয়ের সনাতন পদ্ধতিতে দিনের ক্ষেত্রে বিয়োজন বিয়োজ্যের ছোট হলে, বিয়োজনের সাথে সব সময় ৩০ যোগ করা হত। কিন্তু আধুনিক পদ্ধতি হচ্ছে, বিয়োজন বিয়োজ্য থেকে ছোট হলে, বিয়োজনের সাথে জন্ম মাস যতদিনে, ঠিক ততদিন যোগ করতে হবে। এ ক্ষেত্রে জন্ম মাসের তারতম্য অনুযায়ী ৩১/৩০/২৯/২৮ দিন যোগ হবে।

সফটওয়্যারটি মাত্র ৬৪ কিলোবাইট।
•ডাউনলোড লিংক
http://www.mediafire.com/?q5alyuwntam

Saturday, November 7, 2009

Saturday, October 31, 2009

"Tips & Tricks "

  • Are you looking for any support of any part of life? So visit our web directory and get more and more information for your life.

কম্পিউটার ব্যবহারের সময় জেনে নিন!!

নিজের কম্পিউটার কতক্ষণ ধরে ব্যবহার করছেন তা খুব সহজেই জানা যায় । এর জন্য নিচের ধাপগুলো অনুসরন করুন—
১) start > run এ যান ।

২) এখানে CMD লিখে এন্টার চাপুন ।

৩) এবার আপনার সামনে যে উইন্ডো চালু হবে তাতে systeminfo লিখে এন্টার চাপুন ।

  • এবার আপনার কম্পিউটারের বিস্তারিত তথ্য দেখতে পারবেন ।
    এখানে উল্লেখ থাকবে:
    ক) কম্পিউটার কত সময়চলেছে
    খ) কোন দেশের তৈরী
    গ) স্পিড কত, প্রভৃতি ।

বি:দ্র: কম্পিউটারে ব্যবহৃত সময়ের হিসাব একদিন ১৯ ঘন্টা, ২৪ ঘন্টা নয় ।

***সিডি বা ডিভিডি না বের হলে কী ভাবে বের করবেন?

অনেক সময় দেখা যায় কম্পিউটারের সিডি বা ডিভিডি-রম ড্রাইভ থেকে সিডি বা ডিভিডি বের হয় না। আবার বিদ্যুত্ চলে গেলেও সিডি বা ডিভিডি রমে সিডি বা ডিভিডি আটকে যায়। এ অবস্থায় সিডি বা ডিভিডি বের করতে হলে একটি জেমস ক্লিপ বা মাঝারি সাইজের সুঁই বা পিনের প্রয়োজন হবে। তবে এ ক্ষেত্রে জেমস ক্লিপ ব্যবহার করা ভালো। প্রথমে জেমস ক্লিপটি সোজা করে নিন। এখন সিডি বা ডিভিডি-রম ড্রাইভের দিকে লক্ষ করলে দেখা যাবে যে একটি ছোট ছিদ্র রয়েছে। এই ছিদ্রটি একেক ড্রাইভে একেক জায়গায় থাকে। এবার ক্লিপটি ওই ছিদ্রে ঢুকিয়ে একটু একটু করে চাপ দিতে হবে। চাপ দিলে ড্রাইভের প্লেটটি কিছুটা বেরিয়ে আসবে। এবার সিডি ট্রেটিকে হাত দিয়ে আস্তে আস্তে টেনে বের করুন এবং ট্রে থেকে সিডি বা ডিভিডিটি বের করে নিন।

সিডি বা ডিভিডিটি বের করা হলে ট্রেটি ধীরে ধীরে ভেতরে ঠেলে দিন। তবে সতর্কতার বিষয় এই যে, সিডি বা ডিভিডি পড়তে ড্রাইভ যদি অনেকক্ষণ সময় নেয়, তাহলে এ উপায়ে সিডি বা ডিভিডি বের করবন না। এ ক্ষেত্রে সিডি বা ডিভিডি বের করতে চাইলে ইজেক্ট বেতামটি চাপ দিন কিংবা কম্পিউটারটিকে রিস্টার্ট করে সিডি বা ডিভিডি বের করুন।

সূত্র: প্রথম আলো

Saturday, October 24, 2009

News papers from Bangladesh at once.

  • Bangla & English News Paper In Bangladesh

Daily Prothom-alo

Visit Prothom Alo 4 up-to-date bangla news.

The Daily Ittefaq

The Daily Naya Diganta

The Daily Shomokal

The Dayli Amader-Shomoy

The Daily Star

Thursday, October 22, 2009

"Alokito Rangpur"


Rangpur District is located in the Rajshahi Division of Bangladesh.
It is one of the major cities in Bangladesh.

Area: 2,307.78 km²

Standard Time: GMT + 6 Hours

Geography: Rangpur District is bordered on the north by Nilphamari District, on the south by Gaibandha District, on the east by Kurigram, and on the west by Dinajpur district. Rangpur town is the district headquarters.

Religion: Rangpur Is a land of religious freedom, harmony and tolerance.

Language: The state language and mother tongue is Bangla. Nowadays some young people are learning other language like English, Spanish, and Korean etc. For professional purposes.

Attractions of Rangpur
▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀
Rangpur Town hall
Rangpur Museum
Rangpur Zoo
kheya park
Chikli Bil


Pairabondh: Birth Place of Begum Rokeya in Pairabondh, Rangpur.

RDRS Bangladesh: Rangpur and Dinajpur Rural Service.

Vinna Jagat
Payra Chattar
Shapla Chattar
Ghaghot River
Shotoronji Polli (Nishbetganj)
Begum Rokeya Memorial centre

Education & Skills
▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀
Rangpur University :Rangpur University is a government financed public university in Bangladesh. It is the fourth public university in Rajshahi Division. The newly appointed Vice Chancellor of Rangpur University Dr. M Lutfar Rahman, former professor of computer science at Dhaka University.
The University will initially offer six honors courses. These are:
Bangla
English
Mathematics
Computer Science
Economics and
Business Administration.



Carmichael College: It is one of the most important educational institutes in northern part of Bangladesh.

Rangpur Govt. College: Rangpur Govt. College is one of the most important educational institutes in northern part of Bangladesh.It is one of the best institutions in Bangladesh. Top 10 colleges of Rajshahi board in Rangpur Govt. College one of them.

Rangpur Zila School:
Rangpur Zila School is the most famous school in this region of Bangladesh. It gained a high reputation. It is located in the Cross-section of 'RDRS, Dhap and Kerani Para' of the city.

Rangpur Medical College: Rangpur Medical College is one of the major government medical colleges in Bangladesh, located in Rangpur District.

Rangpur Cant. Public School & College: Rangpur Cant. Public College is one of the most important educational institutes in northern part of Bangladesh. Top 10 colleges of Rajshahi board in Rangpur Cant. Public College one of them.

Rangpur Cadet College:
Begum Rokeya Govt. College:
Police Line School & College:

People from Rangpur
▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀
Begum Rokeya: Begum Rokeya a famous writer and educationist who promoted education among Muslim women in the subcontinent.

Hussain Mohammed Ershad:
Hussain Mohammed Ershad a controversial politician. He was president of Bangladesh during1982-1990.

Anisul Haque: Anisul Haque: Anisul Haque is Also Famous Writer and Journalist.

Hotel & Restaurants
▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀
Title: Parjatan Motel
Address: North Side of Central Bus terminal
Telephone: +88052163681

Title: Hotel Shah Amanot
Address: Jahaj Company Moure
Telephone: +88052165673

Title: Hotel Golden Tower
Address: Jahaj Company Moure
Telephone: +88052165920, +88052161169

Title: Hotel Tilottoma
Address: In front of Kotwali Thana
Telephone: +88052163482

Title: Boishakhi Restaurant
Address: Medical Moure & Payra Chatter

Title: Chadni Restaurant
Address: Medical Moure


Market & Shopping Mall
▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀
Zilla Parishad Super Market
Jahaj company Shopping Complex
Raja RamMohon Club Biponi Bitan
Zilla Parishad Community Centre Market




***Recently Dutch-Bangla Bank opening their Branch and start 11 ATM booths in whole Town, so people easily take Money 24 Hours and Lifestyle is making Easy.

Thursday, September 17, 2009

About me

Hi all, I'm Farzana Islam Bindu. Very interested in IT developing.