Saturday, November 21, 2009

এর চেয়ে সুন্দর আর কি হতে পারে...

পবিএ কুরআন শরীফ !
Website : http://www.quranflash.com/en/quranflash.html

সেফ- সার্ফিংয়ের ১০ টি টিপস !

আপনার শিশু – কিশোরক- সন্তানদের জন্য সেফ- সার্ফিংয়ের ১০ টি টিপস
১. কখনো ব্যাক্তিগত তথ্যাদি দেয়া যাবেনা ।
২.অলৈঙ্গিক (জেন্ডার নন-স্পেসিফিক ) নাম ব্যবহার করাই উত্তম ।
৩. আজকে তারা ইন্টারনেটেকী করেছে সেসব নিয়ে আলোচনা করবেন । ওদের কে বুঝিয়ে দিন যে অনলাইনে তারা যা করে তা মোটেও ব্যাক্তিগত নয় বরং বাস্তব জগতের মতই সর্বজনীন ।
৪. অন্তত প্রথমবারের মত চ্যাটরুমে যাবার সময়ে আপনার সন্তানের পাশে থাকুন।
৫. নিউজগ্রুপ বা চ্যাটরুমে যে কোন আপত্তিকর বা ক্ষতিকর বিষয় লক্ষ্যে করার সাথে সাথে সংশি-ষ্ট সংস্থাকে অবহিত করুন।
৬. কম্পিউটারটিকে পারিবারিক বা সবার ঘর বা ফ্যামিলি লাউঞ্জে স্থাপন করুন ।
৭. আপনার সন্তানের ই-মেইল এবং ব্রাউজারের হিস্ট্রি পরখ করুন।
৮. ফিল্টারিং সফটওয়্যার ব্যবহার করুন। তবে মনে রাখবেন সম্পূর্ণ সুরক্ষা নিশ্চিত করেবেনা ।
৯. আপনার স্তনকে সহায়তা প্রদান করুন এবং সার্ফিয়ে সম্ভব্য বিপদ সম্পর্কে অবহিত করুন।
১০. আপনার শিশু সন্তানকে কখনই এক একা অনলাইনে পরিচিত ব্যাক্তির সাথে দেখা করতে দেবেন না ।

ডাউনলোড করুন দ্রুত এই সাইট হতে !

আমি আজ যে সাইটের কথা আপনাদের বলব তা হতে ফ্রি ডাউনলোড করতে পারবেন বিভিন্ন ধরনের আকর্ষনীয় এবং সুন্দর সুন্দর গেমস। অ্যাকশন, রেসিং, পাজল,দাবা ,স্পোর্টস, আর্কেড সহ বিভিন্ন ধরনের সুন্দর এবং বড়,ছোট অনেক গেমস আছে এই সাইটে। ডাউনলোড করতে পারবেন যত খুশী তত।গেমগুলো সহজ বিধায় খেলে মজা পাবেন। সব বয়সী লোকের গেমস আছে এই সাইটে। সাইটটি দেখতে সুন্দর। এই সাইট হতে ফ্রি টুলবার ডাউনলোড করতে পারবেন। তাই আজই গেমস ডাউনলোড করুন এই সাইট হতে এবং অন্যদের বলুন ডাউনলোড করতে।
সাইটটি হলো-
www.myplaycity.com

সি ক্লিনার দিয়ে আপনার কম্পিউটারটি পরিষ্কার রাখুন !

আমরা যখন কম্পিউটার বা নেট ব্যবহার করি তখন কাজের প্রয়োজনেই নানান অস্থায়ী ফাইল তৈরী হয়। যেমন , হিস্টোরি, টেম্পোয়ারী ফাইল , ইউ আর এল, উইন্ডোজের রিসেন্ট ডকুমেন্ট, রিসাইকেল বিন, লোগো ফাইল সহ ইত্যাদি ফাইল। এগুলো কাজ শেষে কোন প্রয়োজন থাকে না। এ ফাইল গুলো আপনার অনেক জায়গা দখল করে ও আপনার কম্পিউটার এর গতি কমিয়ে দেয় । আপনি সি ক্লিনার ( মাএ ২.৮ মেগাবাইট) দিয়ে এ অস্থায়ী ফাইল গুলো মুছে ফেলতে পারবেন। এটি দিয়ে আপনি শুধু অস্থায়ী ফাইল না আপনি এটি দিয়ে মজিলা ফায়ারফক্স ৩য় পক্ষের এ্যাপ্লিকেশন, টুলবার, সিস্টেম, ইন্টারনেট এক্সপ্লোরার, মাল্টিমিডিয়া ইত্যাদি পরিষ্কার করতে পারবেন। এটি মাধ্যেমে আপনি রেজিস্ট্রি স্কান ও সফটওয়্যার আনইনস্টল বা স্টার্টআপ নিয়ন্তন করতে পারবেন। সি ক্লিনার এর ২.০৯ সস্কারন টি এখনি বিনামূল্যে ডাউনলোড করুন।

বাংলা ভাষায় মাইক্রোসফট অফিস।

আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সারা বিশ্বের সাধারণ মানুষের কাছে প্রযুক্তির সুবিধা পৌঁছে দিতে এ ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে মাইক্রোসফট বাংলাদেশ সূত্রে জানা গেছে।
এখান থেকে অফিস ২০০৭ বাংলা ইন্টারফেস প্যাক বিনামূল্যে নামিয়ে (ডাউনলোড) নেওয়া যাবে। এটি ইংরেজি সংস্করণের ওপর আলাদাভাবে ইনস্টল করে ব্যবহার করা যাবে।

Eject and Close Software !

এক খান জটিল জিনিস !
Download Here

মাত্র ২০ কেবির অসাধারন Fm Radio Player !

আমার তো প্রথমে হাসি পাচ্ছিল যে মাত্র ২০ কেবির FM প্লেয়ার আর কতটুকু ভাল হবে । তারপরও পরীক্ষা করার জন্য পর ডাউনলোড করলাম দেখি অসাধারন একটি এফ এম প্লেয়ার যা খুব কম স্পিডেও খুব ভালভাবে চলে । আর সাইজ তো দেখলেন মাত্র ২০ কেবি যা সত্যিই অবিশ্বাস্য । এই এফ এম প্লেয়ারটা উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেমেও সাপোর্ট করে ।দেখুন এখান থেকে ডাউনলোড করে আশা করি আপনারাও অবাক হবেন।
ডাউনলোড করতে