Thursday, November 19, 2009

সম্প্রতি একটা ইসলামীক সাইট প্রকাশ হয়েছে !

সম্প্রতি একটা ইসলামীক সাইট প্রকাশ হয়েছে, এই সাইটটিতে থাকছে কুরআন হাদীসের বিভীন্ন বই, সফ্‌ট । বিখ্যাত ইসলামীক গান এর শিল্পী ইউসুফ সামী, আহেমদ বুখাতীর এর গান সহ আছে বাংলা নাথ। ইসলামীক আরো অনেক কিছু। ভিজিট করতে ক্লিক করুনঃ
http://islamiczone.yolasite.com

মাইক্রোসফট ওয়ারর্ডের সকল সর্টকাট !

আমরা কমবেশি প্রায়ই মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে থাকি। অফিসের কাজে এমনকি আমাদের দৈনন্দিন কাজেও এটি কাজে লাগে। সর্টকাট key এর মাধ্যমে কাজ করলে কাজের গতি যেমন বৃদ্ধি হয় তেমনি কাজ করা হয় আনন্দদায়ক। আমার নিউনটি সর্টকাট key নিয়েই। আপনি সহজেই Microsoft Word এর সব সর্টকাট বের করতে পারেন খুব সহজেই।

প্রথমে Microsoft Word এ প্রবেশ করুন।
এরপর Tools Menu তে ক্লিক করুন।
এবার Macro তে ক্লিক করুন।
এখন Macros এ ক্লিক করুন (Alt+F8)
Macro in Box এ Word Document সিলেক্ট করে দিন।
Macro Name এ লিখুন ListCommends লিখে Run এ ক্লিক করুন।
এখান থেকে Current Menu and keyboard settings অথবা All Word Commends ক্লিক করে ok করলেই Microsoft Word এর সকল Shortcut Key এর List পেয়ে যাবেন। এখন প্রয়োজনমত আপনার দরকারীগুলো আপনার মত করে Edit করে শিখুন Shortcut key গুলো এবং আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি এই Shortcut গুলো ব্যবহার করতে পারলে আপনার কাজের গতি বেড়ে যাবে অনেক বেশি।

বিশ্বের সকল বাংলা ভাষীর জন্য বাংলা ভাষায় সর্ববৃহৎ কৃষি তথ্য ভান্ডার।

বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। অথচ আমরা দিন দিন কৃষি থেকে দুরে সরে যাচ্ছি, শিল্প নির্ভর সংস্কৃতির সাথে তাল মিলানোর আপ্রান চেষ্টা আমাদের। কিন্তু প্রতি বছরই খাদ্য ঘাটতি আমাদের কে মনে করিয়ে দেয় কৃষির প্রয়োজনীয়তার কথা। তাই কৃষি কে আর কৃষকের মধ্যে সীমাবদ্ব রাখার কোন অবকাশ নেই। আজ কৃষি একটা শিল্প আর এ শিল্পে অংশগ্রহন করার সুয়োগ রয়েছে দেশের প্রতিটি মানুষের। তাই আসুন আমরা প্রত্যেকে কৃষিতে কিছু না কিছু অবদান রাখি। বাড়ির ছাদ , ঘরের বারান্দা, সামনের উঠোন অথবা কোন ফসলি জমি যে খানেই সম্ভব গড়ে তুলি ছোট্ট একটি কৃষি খামার আর অবদান রাখি সামান্যতম হলে ও দেশের খাদ্য ঘাটতি মোচনে। ভাবছেন করবেন কিন্তু কি ভাবে ? প্রয়োজনীয় তথ্য যে আপনার হাতে নেই। এ কথা সত্য অনেকের মধ্যে অপরিসীম আগ্রহ থাকা সত্বেও শুধুমাত্র প্রয়োজনীয় তথ্যের অভাবে নিজের পরিকল্পনা থেকে পিছিয়ে আসেন। বঞ্চিত হন সবুজ-শ্যামলের হাতছানি থেকে। তাই আপনাকে একধাপ এগিয়ে দিতে প্রয়োজনীয় সকল তথ্য নিয়ে আপনার পাশে আছি আমরা
http://www.agrobangla.com

মাইক্রোসফট অফিসের জন্য কিছু প্রয়োজনীয় সর্টকাট

মাইক্রোসফট অফিসে কাজ করার সময় মাঝে মাঝে এমন সব সর্টকাট দরকার পড়ে যেগুলা কী-বোর্ড এ তো নেই ই, বিল্ট ইন সিম্বল কালেকশনে ও পাওয়া মুশকিল। আপনাদের জন্য নিচে কয়েকটা দিয়ে দিলাম।
• alt 0174 = ® (Registered)
• alt 0169 = © (Copyright)
• alt 0153 = ™ (Trade Mark)
• alt 227 = π (Pie)
• alt 251 = √ (Root Over)
• alt 0178 = ² (Square)
• alt0179 = ³ ( Cube)
• alt224 = α ( Alpha)
• alt 223 = ß (Bita)
• alt 228 =Σ (Summation)
• alt 0248= ø (Phi)
• alt 0177 = ± (Plus Minus)
• alt 0188 =¼( One-Fourth)
• alt 0189 =½ (Half)
• alt 0190=¾ (Three-fourth)
• alt 0215 =× (Multiple)
• alt 0247 = ÷ ( Divide)
এরকম আরো প্রয়োজনীয় টিপস পেতে নিচের লিংকে ক্লিক করতে পারেন।
সবাইকে ধন্যবাদ।

বয়স নির্ণায়ক – Age Calculator !

সবার জন্য আন্তরিক শুভেচ্ছা রইল। বলা বাহুল্য, বয়স নির্ণয়ের সনাতন পদ্ধতিতে দিনের ক্ষেত্রে বিয়োজন বিয়োজ্যের ছোট হলে, বিয়োজনের সাথে সব সময় ৩০ যোগ করা হত। কিন্তু আধুনিক পদ্ধতি হচ্ছে, বিয়োজন বিয়োজ্য থেকে ছোট হলে, বিয়োজনের সাথে জন্ম মাস যতদিনে, ঠিক ততদিন যোগ করতে হবে। এ ক্ষেত্রে জন্ম মাসের তারতম্য অনুযায়ী ৩১/৩০/২৯/২৮ দিন যোগ হবে।

সফটওয়্যারটি মাত্র ৬৪ কিলোবাইট।
•ডাউনলোড লিংক
http://www.mediafire.com/?q5alyuwntam